সকালে নিয়মিত "লেবু পানি" পান করলে আপনার শরীরে ঘটে যে ২০ টি ম্যাজিক


স্বাস্থ্য রক্ষায় বা ওজন কমাতেই অনেকেই সকাল সকাল পাকা লেবুর রসের সাথে হালকা গরম পানি মিশিয়ে পান করে থাকেন। সকাল সকাল লেবু পানি পান করা যে ভালো,এটা অনেকেই জানেন।
কিন্তু জানেন কি,আসলে কেন ভালো? যদি নিয়মিত রোজ সকালে এক কাপ লেবু পানি পান করেন, আপনাদের দেহ পাবে ২০টি জাদুকরী উপকারিতা। চলুন, জেনে নিই বিস্তারিত।


 
) লেমন, অর্থাৎ পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস ( যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি) সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে, শরীরে যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদানের।
 
) হাড় জয়েনট মাসল পেইন কমায় দ্রুত।
 
) লেবুতে থাকে সাইট্রিক এসিড। সকাল সকাল উষ্ণ পানির সাথে পান করলে সেটা আপনার হজমতন্ত্রকে উন্নত করে সমস্যা রাখে দূরে।
 
) অন্য যে কোন খাবারের চাইতে লেবু পানির ব্যবহারে লিভার অনেক বেশী দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে।
 
) লেবু পানি টক্সিক উপাদান দূর করে লিভারকে পরিষ্কার রাখে।
 
) পেট পরিষ্কার ভালো টয়লেট হতে সহায়তা করে।
 
) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।


) আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা উৎকণ্ঠা দূর করতে সহায়ক।
 
) লেবু পানি শরীরের রক্তবাহী ধমনী শিরাগুলোকে পরিষ্কার রাখে।
 
১০) উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।
 
১১) শরীরের পি এইচ লেভেল উন্নত করে। পি এইচ লেভেল যত উন্নত, শরীর রোগের সাথে লড়াই করতে তত সক্ষম।
 
১২) ইউরিক এসিড সমস্যা দূর করতে সহায়ক।
 
১৩) আপনার ত্বককে কর তোলে সুন্দর পরিষ্কার।
 
১৪) বুক জ্বলা পড়া দূর করে। যাদের এই সমস্যা আছে রোজ আধা কাপ পানির মাঝে চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।
 
১৫) কিডনী প্যানক্রিয়াসের পাথর দূর করতে অসাধারণ কার্যকর।
 
১৬) ওজন দ্রুত কমাতে সহায়তা করে। লেবুতে থাকে পেকটিন ফাইবার যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে।
 
১৭) গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু পানি। এটা শুধু নারীর শরীরই ভালো রাখে না।বরং গর্ভের শিশুর অনেক বেশী উপকার করে। লেবুর ভিটামিন সি পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক দেহের কোষ গঠনে সহায়তা করে। মাকেও গরভকালে রোগ বালাই থেকে দূরে থাকে।
 
১৮) দাঁতের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। দাঁত ব্যথা কমায়।
 
১৯) ক্যান্সারের সাথে লড়াই করে, ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
 
২০) মেটাবলিজম বা হজমশক্তি বাড়ায়। এতে ওজন কমাতেও প্রভাব পড়ে।
 

 

কীভাবে পান করবেন

সকালে খালি পেতে এক গ্লাস লেমন বা পাকা লেবুর রস মেশানো উষ্ণ পানি পান করুন। চাইলে সাথে যোগ করতে পারেন মধু। বড় লেবু হলে /২টি ছোট হলে একটি লেবুর রস মিশিয়ে নিন।